ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর ৬৮তম মৃত্যুবার্ষিকীর দিনে গতকাল সামাজিক মাধ্যম টুইটারে উত্তপ্ত শব্দ বিনিময় হয়েছে বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের ও কংগ্রেস এমপি শশী থারুরের মধ্যে। নিজের হিন্দু পরিচয় নিয়ে স্থানীয় গণমাধ্যম অাইবিএন লাইভকে দেয়া খেরের এক মন্তব্যের জেরেই তাদের মধ্যে এ ঘটনা ঘটে। খবর টাইমস নিউজ নেটওয়ার্কের
অাইবিএন লাইভকে এক সাক্ষাৎকারে অনুপম খের সম্প্রতি বলেছেন যে, ভারতে আজকাল নিজের ধর্মীয় পরিচয় দিতে গিয়ে ভয় পাচ্ছেন তিনি। তার ভাষায় 'আমি হিন্দু তা প্রকাশ্যে বলতে গিয়ে আমি অাজকাল ভয় পাচ্ছি।'
বর্ষীয়ান এ অভিনেতার এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় টুইট করেছেন কংগ্রেস নেতা ও লেখক শশী থারুর। কংগ্রেসের এই নেতা এক টুইটে লিখেন, 'কাম এন অনুপম। আমি যে হিন্দু তা সর্বদা বলে থাকি। এ নিয়ে আমি গর্ববোধ করি। অামি সংঘ [হিন্দু জাতীয়তাবাদী গোষ্ঠী আরএসএস] টাইপের কোনো হিন্দু নই।'
শশীর এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় ফের টুইট করেন অনুপম খের। টুইটে তিনি লিখেন, 'কাম অন শশী। কখনোই ভাবিনি যে শয়তানের মতো তুমিও অামার বক্তব্যের অপব্যাখ্যা করবে। এবং কংগি চামচার মতো ব্যবহার করবে।'
জবাবে শশী আরেক টুইটে লিখেন, 'যুক্তিতর্কে হেরে গেলেই অাপনি দুর্ব্যবহারের আশ্রয় নেন। অামি ভারতীয় কংগ্রেসের একজন গর্বিত এমপি ও অামি কখনোই কাউকে অবজ্ঞা করার আশ্রয় নেই না। # কংগি চামচা
উল্লেখ্য, ভারতীয় চলচ্চিত্রে অবদান রাখায় সম্প্রতি ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার 'পদ্ম ভূষণ' পান অনুপম খের। তার স্ত্রী অভিনেত্রী কিরণ খের চণ্ডীগড় থেকে নির্বাচিত ক্ষমতাসীন বিজেপির একজন এমপি।
বিডি-প্রতিদিন/৩১ জানুয়ারি ২০১৬/শরীফ