'ইয়ে জাওয়ানি হে দিওয়ানি' ও 'তামাশা' মুভির জুটি রনবীর কাপুর ও দীপিকা পাড়ুকোনকে খুব শিগগিরই ফের বড় পর্দায় একত্রে দেখা যাবে তা হয়তো অনেকেই ভাবেননি। আরেক অভিনেতা রনবীর সিংয়ের সঙ্গে সম্পর্কে জড়ানোয় মি . কাপুর ও দীপিকার মধ্যে এক ধরনের শীতলতা চলছে বলেই বলিউডের বাতাসে ভেসে বেড়াচ্ছে। তাদের ভক্তরাও তেমনটাই ভাবেন। তবে দীপিকা ও রনবীর কাপুরের ভক্তদের জন্য সুখবরই বটে, আগামী বছর-ই তাদের ফের একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে। চলচ্চিত্র নির্মাতা সাজিদ নাদিয়াদোয়ালার পরবর্তী প্রজেক্টে অভিনয়ের ব্যাপারে ইতোমধ্যে সবুজ সংকেত দিয়ে দিয়েছেন সাবেক এই প্রেমিক যুগল। সেলিব্রেটিবিষয়ক ম্যাগাজিন 'ডেকান ক্রনিকল' তাদের এক প্রতিবেদনে আজ একথা জানিয়েছে।
দীপিকা পাড়ুকোন এই মুহূর্তে হলিউডে পদার্পণের জন্য জোরেশোরে প্রস্তুতি নিচ্ছেন। দামী অভিনেতা ভ্যান ডিজেলের বিপরীতে 'এক্সএক্সএক্স' নামে একটি মুভিতে দেখা যাবে এই অভিনেত্রীকে। অপরদিকে রনবীর কাপুর এখন 'জাগ্গা জাসুস', সঞ্জয় দত্তের উপর নির্মিতব্য বায়োপিক এবং আয়ান মুখার্জীর একটি মুভিতে অভিনয়ের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তাই আগামী বছরের আগে এই জুটিকে পর্দায় একসঙ্গে দেখার কোনো সুযোগ নেই।
বিডি-প্রতিদিন/৪ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ