বলিউড ঝুঁকেছে প্রাপ্তবয়স্ক ছবিতে। দিনে দিনে প্রেম কাহিনী ও অ্যাকশন সিনেমাকে হটিয়ে বলিউডে জায়গা করে নিচ্ছে রোমান্টিক কমেডি। সম্প্রতি রোমান্টিক কমেডি একধাপ এগিয়ে অ্যাডাল্ট কমেডিতে রূপ নিয়েছে। বিতর্কিত দৃশ্যে ভরা মাস্তিজাদে ও কেয়া কুল হ্যায় হাম থ্রি'র পর এবার আসতে যাচ্ছে 'ইশক জুনুন'।
সম্প্রতি ভারতের প্রথম এই থ্রিসাম ছবির প্রথম গান মুক্তি পেয়েছে। গানটি অশ্লীলতায় ভরপুর। রোমান্টিক থ্রিলার ইশক জুনুনের মোশন পোস্টার রিলিজ়ের সময় ছবির কাস্ট সম্পর্কে কিছু ফাঁস করা হয়নি। কেন যে হয়নি তা প্রথম ট্র্যাক দেখেই বোঝা যাচ্ছে। পুরো গানে তিনজনের অশ্লীলতার চিত্র দেখানো হয়েছে। গান দেখেই আন্দাজ করা যায়, সিনেমায় কী হতে চলেছে।
ছবিতে অভিনয় করেছেন দিব্যা সিং, রাজবীর সিং ও অক্ষয়। রাজবীর, টেলিভিশন জগতের পরিচিত নাম। দিব্যা দক্ষিণী অভিনেত্রী। আর অক্ষয়ের পরিচয় দেওয়ার দরকার আছে বলে মনে হয় না। ছবিতে মিউজ়িক করেছেন সনু নিগম, অঙ্কিত তিওয়ারি, জিৎ গাঙ্গুলি ও মিত ব্রোজ় অঞ্জন। পরিচালনা করেছেন সঞ্জয় শর্মা। ছবিটি ১১ মার্চ মুক্তি পাওয়ার কথা রয়েছে।
বিডি-প্রতিদিন/০৪ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ