সানি লিওন অভিনীত ছবি 'মাস্তিজাদে' দেখানোয় বাধা দিল ভারতের লুধিয়ানার একটি হিন্দু সংগঠন। 'হিন্দু নয়া পীঠ' নামে ওই সংগঠনের সদস্যরা লুধিয়ানার একটি মাল্টিপ্লেক্সের সামনে গতকাল বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, ওই ছবিতে বহু অশালীন দৃশ্য এবং সংলাপ রয়েছে, যা সমাজের জন্য ক্ষতিকর। এছাড়া, সংগঠনের দাবি, ছবিতে একটি মন্দিরের ভিতরে নায়ক-নায়িকাকে কিছু আপত্তিকর দৃশ্যে দেখা গেছে, যা মেনে নেওয়া যায় না। তাই বিশেষ কিছু দৃশ্য বাদ দিয়ে ছবিটি দেখানোর দাবি তোলেন বিক্ষোভকারীরা।
তীব্র বিক্ষোভের মুখে মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ ছবিটি কাটছাট করে প্রদর্শনের আশ্বাস দিলেও শেষ পর্যন্ত ছবিটি বন্ধ করতে বাধ্য করেন বিক্ষোভকারীরা।
লুধিয়ানার ডেপুটি পুলিশ কমিশনার নরেন্দ্র ভার্গব জানিয়েছেন, মাল্টিপ্লেক্সের নিরাপত্তারক্ষী এবং সংগঠনটির সদস্যদের মধ্যে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়েছিল। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিবসেনার পাঞ্জাব শাখাও গতকাল ফাগওয়াড়ায় 'মাস্তিজাদে'র প্রদর্শনের বিরুদ্ধে বিক্ষোভ দেখায়।
তবে বিক্ষোভ যতই হোক, মুক্তির এক সপ্তাহের মধ্যে ছবিটি প্রায় ২০ কোটি টাকা ব্যবসা করে ফেলেছে।
বিডি-প্রতিদিন/০৫ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ