ভারতের জনপ্রিয় গায়ক সনু নিগম গতকাল ৪ ফেব্রুয়ারি রাজস্থানের যোধপুর থেকে জেট এয়ারওয়েজের একটা চার্টার্ড ফ্লাইটে করে মুম্বাই যাচ্ছিলেন। একই ফ্লাইটে প্রিয় এই গায়ককে পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত হয়ে উঠেন ফ্লাইটের অন্যান্য যাত্রীরা। শুধু উচ্ছ্বাসেই থেমে থাকেননি তারা, বিমানের মধ্যেই গান গেয়ে শোনানোর জন্য সনুকে অনুরোধ ও চাপাচাপি শুরু করে দেন তারা। অনুরোধ বারবার প্রত্যাখান করেও রেহাই না পেয়ে শেষ পর্যন্ত গান গাইতেই হলো এই গায়ককে।
যশরাজ ফিল্মসের মুভি 'বীর জারা'র 'দো পাল রুকা' এবং অভিষেক বচ্চনের প্রথম মুভি 'রেফিউজি'র 'পানচি নাদিয়া' গান দুটি গেয়ে শোনান বিমানযাত্রীদের। এজন্য ফ্লাইটের অ্যাড্রেস সিস্টেম ব্যবহার করেন সনু। ফ্লাইটের অ্যাড্রেস সিস্টেম ব্যবহারের জন্য এটির এয়ারহোস্টেস ও কেবিন ক্রুরা তাকে অনুমতি দিয়েছিল। অার এ কাজ করেই বিপাকে পড়েছেন জেট এয়ারওয়েজের পাঁচজন এয়ারহোস্টেস। ভারতের বেসামরিক বিমান কর্তৃপক্ষ তাদেরকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে। এই সময়ে ফ্লা্ইটের যাবতীয় ব্যবস্থার কীভাবে যথাযথ ব্যবহার করতে হয় এজন্য বরখাস্ত হওয়া ওই ৫ এয়ারহোস্টেসকে প্রশিক্ষণ দেয়া হবে বলেও খবরে বলা হয়েছে।
এদিকে, সনু যখন অ্যাড্রেস সিস্টেম ব্যবহার করে গান গাচ্ছিলেন তখন বিমানটির অন্য সব যাত্রীরাও তার সঙ্গে সুর মিলাতে থাকেন। তখন সনু তাদের উদ্দেশ্য করে বলেন, ভাই, আপনারা সবাই তো বেশ ভালো গান গাইতে পারেন।' খবর টাইমস নিউজ নেটওয়ার্কের
বিডি-প্রতিদিন/৫ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ