বলিউডের গণ্ডি পেরিয়ে হলিউডেও প্রিয়াঙ্কা চোপড়া বেশ ভালো করছেন। সেখানে নিজের অভিনয় দিয়ে শুধু আমেরিকান নয়, পুরো ভারতবাসীতেও গর্বিত করেছেন বলে মন্তব্য করেছেন এ অভিনেত্রীর কথিত সাবেক প্রেমিক শহীদ কাপুর। সাবেক 'বান্ধবী'র হলিউড যাত্রায় বেশ খুশি বলেও জানিয়েছেন হায়দার তারকা। হলিউডে প্রিয়াঙ্কা কেমন করছেন এমন এক প্রশ্নের জবাবেই সম্প্রতি এক অনুষ্ঠানে কথাগুলো বলেন শহীদ কাপুর। খবর টাইমস নিউজ নেটওয়ার্কের
শহীদ কাপুরের ভাষায়, 'প্রিয়াঙ্কা সেখানে চমৎকার করছে। তার জন্য আমার বেশ সুখবোধ হচ্ছে। সে আমাদের সবাইকে গর্বিত করেছে। আন্তর্জাতিক তারকা হওয়ার মতো তার সর্বদাই সম্ভাবনা ছিল এবং সে তা প্রমাণ করেছে।'
চলতি বছর হলিউডের সিনেমা জগতের সর্বোচ্চ পুরস্কার অস্কার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রিয়াঙ্কা যা তার জন্য নিঃসন্দেহে বড় একটা সম্মান।
এদিকে, চলচ্চিত্র জগতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ভারত সরকার গত ২৬ জানুয়ারি প্রিয়াঙ্কাকে দেশটির চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 'পদ্মশ্রী'র জন্য নির্বাচন করেছে।
বিডি-প্রতিদিন/৫ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ