ঈশিকা খান। তার সম্পর্কে নতুন করে আর কিছু বলার নেই। গত দুই বছরে তিলে তিলে নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন লাস্যময়ী এই মডেল ও অভিনেত্রী। নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ছোটপর্দার অন্যতম ব্যস্ততম অভিনেত্রী হিসেবে। বেশ কয়েকটি নাটকে প্রশংসিত হয়েছে তার অভিনয়। এগুলোর মধ্যে একদিন ছুটি হবে, নাইন এন্ড হাফ, দোস্ত দুশমন ও একি কাণ্ড অন্যতম নাটক। বর্তমান ব্যস্ততা সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ প্রতিদিনকে ঈশিকা বলেন, 'সম্প্রতি দুইটি বিজ্ঞাপনের কাজ শেষ করলাম। এর মধ্যে একটিতে রয়েছে মোশাররফ করিম এবং অন্যটি গ্রুপ বিজ্ঞাপন। এছাড়া ধারাবাহিকের কাজতো চলছেই।'
শুধু ছোট পর্দায় কেন বড় পর্দায় কাজের ইচ্ছা নেই, এমন প্রশ্নের উত্তরে ঈশিকা খান বলেন, আমাকে দিয়ে 'আহ-উহ' হবে না। হি. হি.. হি...। আসলে বলতে চাচ্ছি বাণিজ্যিক সিনেমায় অভিনয়ের ইচ্ছা নেই। অনেক প্রস্তাব পেয়েছি কিন্তু সায় দেইনি। তবে এটাও ঠিক যে, 'লাইট' সিনেমা যেমন 'মনপুরা'র মতো ছবিগুলোতে অভিনয়ের ইচ্ছা রয়েছে।'
মডেল ও অভিনেত্রী ঈশিকার মিডিয়ায় আসার গল্পটা বেশ মজার। ফেসবুক থেকে বিনোদন জগতে এসেছেন তিনি। বন্ধুর তুলে দেয়া ছবি ফেসবুকে পোস্ট দিতে দিতে একসময় প্রস্তাব আসে অভিনয়ের। প্রথমে ইচ্ছে না থাকলেও পরে ঠিকই পা রাখেন মিডিয়ায়। এরপর হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে চলেছেন ঈশিকা। মাত্র ৬ মাসে ১৫টি বিজ্ঞাপনের কাজ করা হয়ে যায় তার। পাশাপাশি অভিনয় ও উপস্থাপনাও।
তবে কাজের এ মাত্রা কমিয়ে দেওয়ার ইচ্ছা রয়েছে ঈশিকার। কারণ কি জানতে চাইলে ঈশিকা বলেন, বিয়ে শাদির পর হয়তো কাজের প্রেসার এতো নেব না। পরিবারকেই প্রাধান্য দেব।
তাহলে কি বিয়ের সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন- 'নারে ভাই, এখনও অনেক বাকি। বিয়ের সিদ্ধান্ত নিলে ঢাক-ঢোল পিটিয়েই বিয়ে করব।' অভিনয় নিয়ে আরও কি প্রত্যাশা রয়েছে এমন প্রশ্নের উত্তরে বলেন, 'ভালো কাহিনীর নাটকে অভিনয় করে ভালো অভিনেত্রী হতে চাই। অভিনয়ের জন্য একটি পুরস্কারও আশা করি। অর্থাত্ কাজের মুল্যায়ন বা স্বীকৃতি আশা করি। যেটা অন্যের জন্য আইডল হতে পারে। আর সেটাই হবে অনেক ভালোলাগার বিষয়।'