ক্ষুদে গানরাজ প্রতিযোগিতার মাধ্যমে সঙ্গীতাঙ্গনে প্রবেশ করে রাতারাতি তারকাখ্যাতি পেয়েছেন সাবরিনা পড়শী। সম্প্রতি গায়িকার সঙ্গে নায়িকা তকমাও যোগ হয়েছে। এবার নতুন পরিচয় প্রকাশ করলেন এ তারকা। নিয়মিতভাবেই ছবি আঁকেন পড়শি। নিজেই ফেসবুকে একটি ছবি প্রকাশ করেছেন তিনি।
পড়শী জানান, ছোটবেলা থেকেই ছবি আঁকতে পছন্দ করেন। নিজের ভালো লাগা থেকেই ছবি আঁকেন তিনি। কয়েকটা ভালো লাগার কাজের মধ্যে ছবি আঁকা একটি বলে জানান পড়শী।
তবে ছবি আঁকা শিখতে কোন গুরু ধরেননি এ গায়িকা। জানালেন, ''নিজে নিজেই শিখেছি। সেই অর্থে আমি তো শিল্পী নই। নিজের মধ্যে যা ইচ্ছে করে রঙ-তুলিতে সেটা আঁকার চেষ্টা করি।''
বিডি-প্রতিদিন/০৬ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ