মিডিয়া পাড়ায় যে কয়জন উদীয়মান মডেল ও অভিনেত্রী রয়েছে তাদের মধ্যে সাবিলা নূর অন্যতম। টিনএজ তারকা হিসেবে ইতোমধ্যে নিজের অবস্থান শক্ত করেছেন তিনি। এবার সাবিলাকে দেখা যাবে ভালোবাসা দিবসের একটি নাটকে। পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্নাহ।
'শত ডানার প্রজাপতি' শীর্ষক নাটকটি প্রচারিত হবে বাংলা ভিশনে। 'ক্লোজআপ কাছে আসার সাহসী গল্প' প্রতিযোগীতায় নির্বাচিত গল্পের নাটক এটি। সুকন্যা চরিত্রে অভিনয় করবেন সাবিলা। দেখানো হবে- মেয়েটি দৃঢ়চেতা, সাহসী ও মুক্তমনা। কিন্তু তার বাবা ও চাচা গ্যাংস্টার টাইপের মানুষ।
বাংলাদেশ প্রতিদিনকে সাবিলা বলেন, এর আগে ক্লোজআপের নাটকগুলোতে ইউথ অ্যাজকে পুঁজি করে হয়নি। যা এবার হচ্ছে। প্রমো দেখেই অনেকে এর প্রশংসা করছেন। এটি হবে একটি টিমওয়ার্কের ফসল। এতে সহশিল্পী হিসেবে রয়েছেন ফারহান আহমেদ জোভান। আশা করি দর্শক হৃদয়ে জায়গা করে নেবে নাটকটি।