সালমান খানের পিছু নেওয়ায় কয়েকদিন আগে মিডিয়াকর্মীদের শাসান তার বডিগার্ড। এতে সালমানের সংবাদ বর্জন করে সাংবাদিকরা। এতে বেকায়দায় পড়ে বলিউড সুপারস্টার। তবে এবার আর ভুল করেননি তিনি। সাংবাদিকদের বাধা দেওয়ায় বডিগার্ডকে চড় মেরে বসলেন সালমান।
সম্প্রতি প্রীতি জিনতার জন্মদিনে তাকে চমকে দিয়ে পার্টির আয়োজন করেছিলেন সালমান খান। এখানে আরও ছিলেন হৃতিক রোশনের সাবেক স্ত্রী সুজান খান। পার্টি শেষ করে বের হলে সংবাদমাধ্যম কর্মীরা তাদের গাড়ির সামনে চলে আসে। এ কারণে সাংবাদিক ও আলোকচিত্রীদের ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছিলেন ওই বডিগার্ড। তখন রাগন্বিত হয়ে বডিগার্ডরকে চড় মেরে বসেন বলিউডের এই সুপারস্টার।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
বিডি-প্রতিদিন/০৬ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব