অভিনয় আর সৌন্দর্য্য দিয়ে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ দর্শকের মনে শক্ত আসন গড়েছেন অনেক আগেই। এবার তার নতুন আসন চাই। সেটি প্রেসিডেন্টের আসন। তবে ভারতেরই নয়, যে কোন দেশের প্রেসিডেন্ট হওয়ার শখ এ অভিনেত্রীর।
বর্তমানে ফিতুর সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত ক্যাটরিনা। এটি অভিষেক কাপুর পরিচালিত ক্যাটরিনার পরবর্তী সিনেমা। ছবিটি নিয়ে যথেষ্ট আশাবাদী অভিনেত্রী। প্রচারণার অংশ হিসেবে 'ইয়ার মেরা সুপারস্টার' টিভি শোয়ে হাজির হয়েছিলেন তিনি। সেখানে চলচ্চিত্র ছাড়াও তার মনে আর কি পাগলামি চিন্তা রয়েছে তা নিয়ে প্রশ্ন করা হয়। ক্যাটরিনা বলেন, ''আমি একটি দেশের প্রেসিডেন্ট হতে চাই। এখন আমার মনের পাগলামি চিন্তা এটিই।''
তিনি আরও বলেন, ''আমি যদি একবার কোনো কিছু সিদ্ধান্ত নিই, সেটি করেই ছাড়ি। দেখা যাক এবার কি হয়। বলা যায় না।''
ক্যাটরিনা কাইফ, আদিত্য রয় কাপুর এবং টাবু অভিনীত ফিতুর সিনেমাটি মুক্তি পাবে আগামী ১২ ফেব্রুয়ারি। সিনেমাটি চার্লস ডিকেন্সের 'গ্রেট এক্সপেকটেশন' উপন্যাসের আধুনিক সংস্করণ। সিনেমাটিতে ফিরদাউস নামে একটি চরিত্রে অভিনয় করছেন ক্যাট।
বিডি-প্রতিদিন/০৮ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ