মাছ ধরার কোনো জাল নয়, এবার স্বপ্নের জাল বুনতে চাঁদপুরে যাচ্ছেন পরীমণি। কারণ গিয়াসউদ্দিন সেলিমের 'স্বপ্নজাল' ছবির শ্যুটিং শুরু হবে কাল থেকে। লোকেশন চাঁদপুর। আর এ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন হালের আলোচিত অভিনেত্রী পরীমণি।
বাংলাদেশ প্রতিদিনকে গিয়াসউদ্দিন সেলিম বলেন, "আজ বুধবার সকালে লঞ্চে করে চাঁদপুরের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছি। আশা করি দুপুরের পর লোকেশনে পৌঁছে যাবো। কাল থেকে টানা শ্যুটিং করবো। আর প্রত্যাবর্তন করবো একমাস পর।"
অন্যদিকে পরীমণি বলেন, "সেলিম ভাইয়ের মতো গুণী পরিচালকের সঙ্গে কাজ করা সত্যিই আনন্দের। আমি মনে করি এ চরিত্রটি হবে আমার ক্যারিয়ারের ভাইটাল রোল। কারণ এখানে ভিন্নমাত্রা অভিনয়ের স্বাদ পাবো। বাকিটা বড়পর্দায় উঠলেই দেখা যাবে।"
'স্বপ্নজাল' ছবিতে নায়কের ভূমিকায় দেখা যাবে নবাগত ইয়াম রোহানকে। আরও থাকছেন ফজলুর রহমান বাবু, শিল্পী সরকার অপু, ফারহানা মিঠু।, ইরেশ যাকের ও প্রসুন আজাদ।
বিডি-প্রতিদিন/ ১০ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা