মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে ফের সাক্ষাতের সুযোগ পেয়ে সেলফি তুলতে ভুলেননি বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। ৩৯ বছর বয়সী এই অভিনেত্রী বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। এই অবস্থানটাকে আরো মূল্যবান করে রাখলেন বারাক ওবামার সঙ্গে সাক্ষাৎ ও সেলফি তোলার মধ্য দিয়ে। দ্বিতীয়বারের মতো এ সাক্ষাৎ হওয়ায় নিজেকে বেশ সৌভাগ্যবান বলেও এক টুইটার বার্তায় লিখেছেন। সেলফিতে ওবামাকে বেশ হাস্যোজ্জ্বল দেখা যাচ্ছে। খবর টাইমস নিউজ নেটওয়ার্কের
বিডি-প্রতিদিন/১১ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ