বর্তমানে যে কোনও খবরে ইদানীং দীপিকা পাড়ুকোনই বেশি শিরোনামে থাকতে দেখা যায়। ‘পদ্মাবতী’তে অভিনয়, ‘ট্রিপল এক্স’এর ট্রেইলারে তার হটনেস সব মিলিয়ে দীপিকা পাড়ুকোনের জীবনটা রোলার কোস্টারের চেয়ে কোনও অংশে কম উত্তেজক নয়।
সেই তিনিই এবার জুটি বাঁধছেন হৃতিক রোশনের সঙ্গে। করণ মালহোত্রা এই ছবির পরিচালক, আর প্রযোজনার দায়িত্বে থাকবেন করণ জোহর। এই প্রযোজক-পরিচালক জুটির সঙ্গে হৃত্বিক আগেও একটা ‘অগ্নিপথ’ ছবিটি করেছিলেন। সেই ছবিতে অবশ্য হৃতিকের সঙ্গে ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু এই ছবির জন্য করণ জোহর নাকি আগে থেকেই দীপিকার কথা ভেবে রেখেছিলেন। অন্য অভিনেত্রীদের কথাও অবশ্য ভেবেছিলেন করণ। কিন্তু দীপিকা এবং হৃতিক যেহেতু এর আগে জুটি বাঁধেননি, তাই তাদেরকে এই ছবিতে নিতে করণ দু’বার ভাবেননি!
জানা গেছে আগামী মার্চে শুরু হবে নতুন এই ছবির শ্যুটিং এর কাজ। ছবিটা কী নিয়ে, গল্প কী, আর কারা কারা থাকছেন সে সব কিছু অবশ্য জানা যায়নি এখনও। তবে শোনা গিয়েছে দীপিকা চিত্রনাট্য পড়েছেন, তার পছন্দও হয়েছে। হৃতিক তো থাকছেনই। এখন দুই করণ আর নয়া জুটি মিলে কী ধামাকা করতে পারেন, সেটাই এখন দেখার অপেক্ষা।
বিডি-প্রতিদিন/১৩ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-১০