হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি সম্ভবত ভাবেননি, আদালতের রায়ে হেরে যাওয়ার পরেও সন্তানদের জন্য এতটা মরিয়া হয়ে লড়বেন ব্র্যাড পিট। তাই জোলি সাবেক স্বামী ব্র্যাড পিটের সাথে যাতে সন্তানদের যেন কোনওরকম সম্পর্ক না থাকে তার সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ব্র্যাড পিটকে ‘থেরাপিউটিক ভিজিট’এর অনুমতি দেওয়া হয়েছিল আদালতের তরফ থেকে। কিন্তু সেই ‘ভিজিট’এর মেয়াদ বাড়িয়ে সপ্তাহে দু’দিন করার আবেদন করেন ব্র্যাড। সেটা নাকচ হওয়া সত্ত্বেও ব্র্যাড নিজের মতো করে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এখনও।
ব্র্যাডের মুখপাত্র জানিয়েছেন, জোলি নিজের ক্ষমতা ব্যবহার করে ব্র্যাডকে সন্তানদের থেকে একেবারে আলাদা করতে চাইছেন। কিন্তু ব্র্যাডও হাল ছাড়ার পাত্র নন। মামলা পরবর্তীকালে লস অ্যাঞ্জেলেসের এক হোটেলে সন্তানদের নিয়ে থাকছেন জোলি। তবে খুব শিগগিরই তাদের নিয়ে অন্যত্র থাকার কথা ভাবছেন জোলি।
বিডি-প্রতিদিন/১৩ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-১২