মুক্তিযুদ্ধে অংশগ্রহণকালীন সময়ে একজনের সঙ্গে অন্য জনের বন্ধুত্ব গড়ে উঠে। যুদ্ধের দিনগুলোতে সেই বন্ধুত্বের দাবি নিয়েই অনেকে পাশে থাকা অপর যোদ্ধাকে অনুরোধের সুরেই বলতেন ‘তুই যদি বেঁচে যাস, তাহলে আমার পরিবারকে দেখবি’।
৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে বেঁচে যাওয়া এমন অনেকেই আছেন, যারা যুদ্ধ থেকে ফিরে বন্ধুর পরিবারের পাশে ছায়া হয়ে আছেন এখনও। মুক্তিযুদ্ধের সময়কার দুই বন্ধুর এমনই অঙ্গীকার নিয়েই নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ছায়া’। মাসুদ করিমের প্রযোজনা এবং বাবু সিদ্দিকির রচনা ও পরিচালনায় ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক সাখাওয়াত সাগর।
আগামীকাল বুধবার ১৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় শাহবাগ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে "ছায়া" এর উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।
ছবিটি প্রসঙ্গে জানতে চাইলে চিত্রনায়ক সাগর বলেন, ‘এবারই প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক কোনো গল্পে অভিনয় করলাম। এছাড়া যুদ্ধের সময় ব্যবহার করা হয়েছিল যে ধরনের অস্ত্র সত্যিকারের লোহার সে ধরনের ভারী বন্দুক নিয়েই শুটিং করেছি। এফডিসি থেকেই সংগ্রহ করা হয়েছিল এই অস্ত্রগুলো। সবচেয়ে মজার বিষয় এই ছবিতে প্রথমবারের মতো দর্শক আমাকে যেমন লুঙ্গি, গামছা পরা অবস্থায় দেখতে পাবে।’
২০ মিনিটের এই স্বল্পদৈর্ঘ্যটিতে অভিনয় করেছেন তির্যক নাট্যগোষ্ঠীর ২৩ জন নাট্যকর্মী। সম্প্রতি, পূবাইল, হাসনাহেনা শুটিং স্পটে টানা দুদিন ‘ছায়া’ স্বল্পদৈর্ঘ্যরে দৃশ্য ধারণের কাজ সম্পন্ন হয়েছে। ২০ অক্টোবর নাগাদ এই স্বল্পদৈর্ঘ্যটি আরটিভিতে প্রচার হওয়ার কথা রয়েছে বলে জানালেন সাখাওয়াত সাগর। এছাড়া বিভিন্ন ফেস্টিভ্যালেও পাঠানো হবে মুক্তিযুদ্ধভিত্তিক এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি।
বিডি-প্রতিদিন/১৩ ডিসেম্বর, ২০১৬/মাহবুব