টলিউডের অভিনেত্রী স্মিতা চট্টোপাধ্যায় এবং অভিনেতা সুজয় ঘোষ। গত ৯ ডিসেম্বর তারা সাত পাকে বাঁধা পড়লে মঙ্গলবারই দেশটির সংবাদ মাধ্যমের খবরে আসেন। সুজয় তার সোশাল সাইটে বিয়ের ছবিগুলি শেয়ার করেছেন।
বেশ কয়েক বছর ধরেই প্রেম করছিলেন স্মিতা ও সুজয়। কিন্তু প্রতিষ্ঠিত হওয়ার আগে বিয়ের করতে চাইছিলেন না। বর্তমানে সুজয় ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত। ক্রোধ, তিনকন্যা, ১০০% লাভ, পথের শেষ কোথায়, দশমী, মজনু, দেখ কেমন লাগে, ভালোবাসার সেকেন্ড ম্যারেজ, সত্যান্বেষী, বেস্ট ফ্রেন্ড, বন্ধু এসো তুমির মতো কিছু ছবিতে অভিনয় করেছেন তিনি। অন্যদিকে, স্মিতা শপথ নামে একটি ছবির পাশাপাশি মৌচাক ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন।
সামাজিক রীতি মেনেই বিয়ে করেছেন তারা। স্বামী কৃষ্ণাকে সঙ্গে বোনের বিয়েতে উপস্থিত ছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। বোনের বিয়েতে চুটিয়ে মজা করেন শ্রাবন্তী। সেজন্য দু’দিন কাজ থেকে ছুটি নিয়েছিলেন তিনি।
বিডি-প্রতিদিন/১৩ ডিসেম্বর, ২০১৬/মাহবুব