বলিউড অভিনেতা অর্জুন কাপুর জানিয়েছেন, আদর করে প্রেমিকা দীপিকা পাড়ুকোনকে ‘বুবু’ বলে ডাকেন রণবীর সিং। অর্জুন কাপুর সম্প্রতি এসেছিলেন নেহা ধুপিয়ার টক শো ‘নো ফিল্টার নেহা’ তে। বলিউডের অনেক খবর নিয়েই খোলামেলা আলোচনা করেন উপস্থাপক নেহার সঙ্গে। আলোচনার অনেকটা জুড়েই ছিল তার এবং রণবীর সিংয়ের বন্ধুত্ব।
নেহা অর্জুনকে প্রশ্ন করেন বন্ধু রণবীর ও তার প্রেমিকা দীপিকার মধ্যে যে কোনও একজনকে বাছাই করতে হলে কার কথা বলবেন তিনি। নির্দ্বিধায় বন্ধু রণবীরের নাম বলেন অর্জুন। তবে অর্জুন জানান, রণবীরকে যদি এই পরিস্থিতিতে রাখা হয় তাহলে বন্ধুকে ছেড়ে ‘বুবু’কেই (দীপিকা) বেছে নেবেন!
বিডি প্রতিদিন/১৪ ডিসেম্বর, ২০১৬/ফারজানা