১৯৬২ সালে প্রোডাকশনের কাজ চলছিল ‘সামথিং গট টু গিভ’ ছবির। সেই সময় হঠাৎ মৃত্যু হয় নায়িকা মেরিলিন মনরোর। তার সেই ছবির ব্যক্তিগত স্ক্রিপ্ট এবার নিলামে উঠেছে।
১৪৯ পাতার চিত্রনাট্যে রয়েছে নায়িকার নিজস্ব সংযোজনও। প্রায় ১৮ মাস বিরতি নেওয়ার পর ‘সামথিং গট টু গিভ’এর কাজ শুরু করেছিলেন মেরিলিন। কিন্তু সেট’এ প্রায়ই অনিয়মিত হতে শুরু করেন নায়িকা। ফলে ‘টোয়েনটিয়েথ সেঞ্চুরি ফক্স’ তার সঙ্গে চুক্তি বাতিল করে দেয়।
সমঝোতা করে ফের কাজ শুরু করেন মনরো। কিন্তু সপ্তাহখানেক পরেই নিজের ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া যায় তাকে। ছবিটা শেষ না হলেও পরে মনরোর শেষ জীবন নিয়ে তৈরি ডকুমেন্টরিতে তার কিছু ফুটেজ দেখা গিয়েছিল। নায়িকার নগ্ন হয়ে সাঁতার কাটার দৃশ্যের জন্য বিতর্কিত এই ছবির চিত্রনাট্যের ন্যূনতম মূল্য স্থির হয়েছে ২০ হাজার মার্কিন ডলার।
বিডি প্রতিদিন/১৪ ডিসেম্বর ২০১৬/হিমেল