কয়েকদিন পরেই ৬০ বছর পূর্ণ করবেন অনিল কাপুর। কিন্তু বলিউডের এ অভিনেতাকে দেখলে সেটা বোঝার জো নেই। তার স্টাইল থেকে এখনকার তরুণ বলিউড তারকারাও শিখছেন। এবার চুলের নতুন স্টাইল আলোচিত হচ্ছেন অনিল কাপুর।
এমন হেয়ারকাটে আগে কখনই দেখা যায়নি অনিলকে। টুইটারে লিখেছেন, 'বোরিং হেয়ারকাট রাখার জন্য জীবনটা অতো বড় নয়।' তার এ হেয়ার কাটের প্রশংসা করেছেন মিকা সিং, অভিনেত্রী সোয়ারা ভাস্কার, ডিজাইনার মনীষ পালসহ অনেকে। বলিউডের সবচেয়ে স্টাইলিশ অভিনেতাদের একজন হৃত্বিক রোশন। তিনিও অনিল কাপুরের এই স্টাইলের প্রশংসায় লিখেছেন, 'অসাধারণ!' (আউটস্ট্যান্ডিং)
কিন্তু বৌ সুনিতাকে নিয়ে দুশ্চিন্তায় আছেন অনিল কাপুর। হৃত্বিককে উদ্দেশ্য করে লিখেছেন, ধন্যবাদ হৃত্বিক! আশা করি তোমার ভাবিও এটা পছন্দ করবে... যদি না করে তবে কী আমি তোমার সোফায় গড়িয়ে পড়তে পারি?
বিডি প্রতিদিন/১৪ ডিসেম্বর, ২০১৬/ফারজানা