‘দেয়ালহীন দরজা’ নামের নতুন একটি নাটকে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। এতে তার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন বাস্তব জীবনের স্ত্রী রোবেনা রেজা জুঁই। নাটকটি পরিচালনা করেছেন শামস করিম। মোশাররফ-জুঁই ছাড়াও নাটকে আরও অভিনয় করেছেন সুজাত শিমুল, শুভেচ্ছা এবং জুয়েল।
‘দেয়ালহীন দরজা’ নাটকটির গল্প এগিয়েছে বর্তমান সময়ের আধুনিক এক দম্পতিকে ঘিরে। পাঁচ বছর ধরে সুখেই সংসার করছিল তারা। কিন্তু একটি সন্তানের অভাব দীর্ঘ সুখী দাম্পত্য জীবনে অশান্তির বাণ ডেকে আনে। বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেও তা কার্যকর সম্ভব হয় না আর্থিক টানাপোড়েনের কারণে। বন্ধুর সিদ্ধান্তে দু'জনে চাকরি নেয়, ব্যস্ত হয়ে পড়ে। এর পরপরই তারা অনুভব করে পরস্পরের প্রতি প্রচণ্ড ভালোবাসা। বিচ্ছেদের সিদ্ধান্ত বাতিল করে আবারও এক হয়। এদিকে, অনাগত সন্তানের খবরও তাদের মধ্যে তৈরি হওয়া তিক্ততাকে চোখের পলকে উধাও করে দেয়।
খুব শিগগিরই ‘দেয়ালহীন দরজা’ নাটকটি প্রচার করা হবে একটি বেসরকারি টিভি চ্যানেলে।
বিডি প্রতিদিন/১৪ ডিসেম্বর, ২০১৬/ফারজানা