'পুতুল গান-তৃতীয় অধ্যায়' নামের একটি অ্যালবাম প্রকাশ শুরু করেছেন জনপ্রিয় গায়িকা সাজিয়া সুলতানা পুতুল। এটি তার পঞ্চম একক অ্যালবাম। অ্যালবামে গান থাকছে মাত্র তিনটি।
১ জানুয়ারিতে তিনি প্রকাশ করেছেন অ্যালবামের প্রথম গান 'মীরা'। এক্সপেরিমেন্টাল এ গানটির ব্যাপ্তি ১৬ মিনিট। তিন ধাপে গানটি করা হয়েছে। এ গানটি মূলত আর কবিতার সংকলন।
পুতুল বলেন, এই সময়ে বেশিরভাগ গান পাঁচ কিংবা ছয় মিনিটের বেশি হয় না। তবে এবার ১৬ মিনিটের একটি গান করেছি। বেশ একটি গান। গানের সঙ্গে কবিতার সংমিশ্রণ রয়েছে। ১৬ মিনিট যেন শ্রোতারা শুনে প্রশান্তি পান সেরকম করেই করার চেষ্টা করেছি গানটি।