প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন চিত্রনায়ক সাইমন সাদিক ও আইরিন সুলতানা। ছবির নাম 'মায়াবিনী'। গতকাল সোমবার 'কী করে বোঝাই তোকে' শিরোনামের ছবির একটি গান ইউটিউবে প্রকাশ করা হয়েছে।
'কী করে বোঝাই তোকে' গানের কথা, সুর-সংগীত করেছেন শাহারিয়ার রাফাত। এতে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন শিল্পী শাহারিয়ার রাফাত এবং রুকু।
আকাশ আচার্য্য পরিচালিত 'মায়াবিনী' সিনেমায় আরও অভিনয় করেছেন কাজী হায়াত, অমিত হাসান, শিবা শানু, কমলসহ অনেকে। প্রযোজনা প্রতিষ্ঠান এসপি পিকচার্সের ব্যানারে আগামী ৩ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তি পাচ্ছে।
বিডি প্রতিদিন/৩ জানুয়ারি, ২০১৭/ফারজানা