নতুন বছরে আরও দুটি কমেডি শো নিয়ে হাজির হচ্ছেন কপিল শর্মা। সনি চ্যানেলেই দেখানো হবে শো দুটি। ট্যুইট করে এ কথা জানিয়েছেন কপিল নিজেই। কমেডি শো সঞ্চালনা করে আলাদা জায়গা করে নিয়েছেন কপিল শর্মা।
কালার্স চ্যানেলে ‘কমেডি নাইটস উইথ কপিল’ সঞ্চালনা করে জনপ্রিয়তার শিখরে পৌঁছন এই কমেডিয়ান। চ্যানেল পাল্টে সনি এন্টারটেনমেন্ট–এ এখন চলছে ‘দ্য কপিল শর্মা শো’। জনপ্রিওতায় সেই শো–ও এখন সকলকে পিছনে ফেলে দিয়েছে।
ফোর্বস সেলিব্রিটি তালিকায় ১০০ জনের মধ্যে সপ্তম স্থান পেয়েছেন কপিল। সূত্রের খবর, সনি টিভির সঙ্গে চুক্তির নবীকরণ বাবদ ১০০ কোটি টাকা পেয়েছেন তিনি। ২০১৬ সাল কপিলের ভালই কেটেছে। তার ‘দ্য কপিল শর্মা শো’ ভারতীয় টিভি–তে প্রথম পাঁচ–এর মধ্যে রয়েছে। মুক্তি পেয়েছে তার সিনেমা ‘কিস কিস সে প্যায়ার করু’।
বিডি প্রতিদিন/০৩ জানুয়ারি, ২০১৬/হিমেল