লন্ডনে ছুটি কাটালেন হালের বলিউড ডিভা কৃতি শ্যানোন ও অভিনেতা সুশান্ত সিং রাজপুত। সুশান্তের সাবেক প্রেমিকা অঙ্কিতা লোখান্ডের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর থেকেই বলিউড পাড়ায় গুঞ্জন, কৃতির সঙ্গে প্রেম করছেন তিনি।
জানা গেছে, লন্ডনেই চলছে সুশান্ত ও কৃতির নতুন ছবি ‘রবতা’ ছবির শুটিং। সেই সূত্রেই লন্ডনে রয়েছেন কৃতি ও পরিচালক দিনেশ বিজন। সেখানেই ইংরেজি নতুন বছরের একটি পার্টির আয়োজন করেছিলেন কৃতি ও দিনেশ। সেই পার্টিতেই হঠাৎ হাজির হন সুশান্ত সিং রাজপুত। সেই পার্টির ছবিও কৃতি–সুশান্ত শেয়ার করেন সোস্যাল নেটওয়ার্কিং সাইটে। সে ছবি দেখেও অনেকেই বলছেন, নতুন প্রেমের বিষয়টি লুকিয়ে রেখেছেন দু’জনেই। তবে সুশান্ত সিং রাজপুতের মুখে কিন্তু অন্য যুক্তি।
তিনি বলছেন, "একটি প্রেমের ছবিতে আমাকে ও কৃতিকে অভিনয় করতে হয়েছে। ছবিতে অভিনয়ের জন্য রোম্যান্টিক হওয়া তো দরকার। সেই ছবি গুলোই সোস্যাল সাইটে শেয়ার করে যদি আমাদের প্রেমের ছবি বলে দাবী করা হয়, তাহলে তো মুশকিল। পর্দায় ভিতরে যেমন ভাল রসায়ন আছে আমাদের, তেমনই পর্দার বাইরেও আমরা ভাল বন্ধু। ব্যাস এইটুকুই।"
বিডি-প্রতিদিন/ ৪ জানুয়ারি, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-১