পাকিস্তানী অভিনেতা ফাওয়াদকে নিয়ে ভারতের বলিউডে অনেক ঝড় বয়েছে। একদিকে তার ভক্তসংখ্যা যেমন অনেক দ্রুত বেড়েছে, আবার তেমনই রাজনৈতিক পরিস্থিতির জেরে ভারত ছাড়তে বাধ্য হয়েছেন তিনি।
ভারত-পাকিস্তান সম্পর্কের জেরে বলিউড ছাড়তে বাধ্য হলেও ফাওয়াদকে নিয়ে বলিউড পাড়াতে কিন্তু গল্পের কমতি নেই। তা সে কফি আড্ডায় করণ জোহর হোন কিংবা সাক্ষাৎকারে আলিয়া ভাট। ফাওয়াদ প্রসঙ্গ এলে প্রশংসায় ভরিয়ে দেন সবাই।
ডেকান ক্রনিক্যল সংবাদপত্রে এক সাক্ষাৎকারে একই কাজ করলেন আলিয়া ভাট। ফাওয়াদের প্রশংসা করে ‘ডিয়ার জিন্দেগি’ অভিনেত্রী বলেন, ‘ফাওয়াদ খুব লাজুক। কাপুর অ্যান্ড সন্স ছবির সময় আমাদের একটা চুমুর দৃশ্য ছিল। কিন্তু ফাওয়াদ রাজি হননি। তাই আমরা সিদ্ধান্ত নেই, নকল চুমু খাব। কিন্তু, যতবারই আমি ফাওয়াদের কাছে আসতাম, ও লজ্জায় পিছিয়ে যেত। পরে তাকে আমি প্রতিশ্রুতি দেই যে আমি সত্যি চুমু খাব না। তখন ও শট দিতে রাজি হয়।’
অনেকটা একই অভিজ্ঞতা হয়েছিল অভিনেত্রী সোনম কাপুরের। ‘খুবসুরাত’ ছবির জন্য ফাওয়াদ এর সঙ্গে একটি চুমুর দৃশ্য শ্যুট করার ছিল সোনমের। কিন্তু ফাওয়াদ না করে দেন।
এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে এই পাক অভিনেতা জানিয়েছিলেন, ‘আমার দর্শক আমাকে এভাবে মেনে নেবে না। তাঁদের স্বার্থেই আমি পর্দায় চুমু দৃশ্য করি না।’
বিডি-প্রতিদিন/ ৪ জানুয়ারি, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-৬