১৯৩৩ সালে জন্ম নেয়া কিংকং কে বার বার ফিরিয়ে আনা হয়েছে রুপালি পর্দায়। কখনও সে একা, কখনও বা তার সঙ্গী হয়েছে গডজিলা। যেভাবেই সে আবির্ভাব হয়েছে দর্শকরা তাকে ভালোবেসেছে।
২০১৭ সালের মার্চ মাসে ফের মুক্তি পেতে চলেছে কিং কং এর নতুন ছবি ‘কং: স্কাল আইল্যান্ড’। ১৯৭০ সালের পটভূমিকায় এবারে অ্যাডভেঞ্চার প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপে। জর্ডান ভোট-রবার্টসের পরিচালনায় এই ছবিতে অভিনয় করছেন স্যামুয়েল এল জ্যাকসন, টম হিডলস্টন, ব্রি লারসনের মতো তারকারা। সবার উপরে থাকছে কং।
বিডি-প্রতিদিন/ ৪ জানুয়ারি, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-১৬