ভারতের অস্কারজয়ী সঙ্গীতশিল্পী এর আর রহমানের বিরুদ্ধে কপি করার অভিযোগ এনেছিলেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। গত সোমবার তিনি ফেসবুকে দাবি করেন, বলিউডের 'ওকে জানু' ছবির 'তু জো নেহি' গানটি তার 'তুমি নেই বলে' গানটির সরাসরি কপি। আর সেই গানটির সুরকারের দায়িত্বে ছিলেন এ আর রহমান।
কিন্তু মঙ্গলবার আসিফ নিজের এমন বক্তব্যের বিরুদ্ধেই পাল্টা স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে। তিনি লিখেছেন, 'গতকাল আমি শ্রদ্ধেয় এ আর রহমান স্যারের ব্যাপারে আমার একটি গান কপি করার কথা উল্লেখ করেছিলাম। ইউটিউবে যা দেখেছি তাই লিখেছি। লেখার কোন জায়গায় উনার প্রতি অশ্রদ্ধা প্রকাশ করিনি। শ্রদ্ধেয় এ আর রেহমান বীর দিগ্বীজয়ী মিউজিশিয়ান, উনার কেটে ফেলে দেয়া নখের যোগ্যতাও আমার নেই। উনার প্রতি অসম্মান দেখানো্র মত ধৃষ্টতাও আমার নেই।'
তিনি আরও লেখেন, 'তৃতীয় একটা পক্ষ এই অনৈতিক কাজটা করেছে এ আর রহমান স্যারের নাম ভাঙ্গিয়ে। হঠাৎ করে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হওয়ায় আমি নিজেই বিব্রত। ফোনে, ইনবক্স মেসেঞ্জারে আমার প্রকৃত শুভাকাঙ্ক্ষীরা প্রকৃত তথ্য জানিয়ে লিখেছে, এটা 'ওকে জানু' ছবির অফিসিয়াল ট্র্যাক নয়। শ্রদ্ধেয় এ আর রহমান স্যারকে যথাবিহীত সম্মান জানাচ্ছি। আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি।'
এর আগে সোমবার ফেসবুকে আসিফ লিখেছেন, 'আজ রাতে এক বন্ধু তার পছন্দের একটা গান শোনালো। সিনেমার নাম 'ওকে জানু', গানের টাইটেল 'তু জো নেহি', মিউজিক করেছেন শ্রদ্ধেয় এ আর রহমান। ২০০৩ সালের প্রীতমের কথা সুরে আমার গাওয়া 'তুমি নেই বলে' গানটির সরাসরি কপি। খারাপ লাগেনি, কোন ঝামেলাও করবো না। বরং গর্বিত, কারন এ আর রহমান স্যারের 'দিলসে' গানটা আমি 'ক্ষ্যাপা বাসু' ছবিতে কপি গেয়েছি, কিংবা বাধ্য হয়ে গাইতে হয়েছে।'
বিডি প্রতিদিন/৪ জানুয়ারি, ২০১৭/ফারজানা