৫০ বছর বয়সে প্রথমবারের মতো মা হয়েছেন আমেরিকার জনপ্রিয় সঙ্গীতশিল্পী জ্যানেট জ্যাকসন। মঙ্গলবার তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন। পিপল সাময়িকীর উদ্ধৃতি দিয়ে এ খবর প্রকাশ করেছে ডেইলি মেইল। জ্যানেটের ছেলে নাম রাখা হয়েছে ঈসা আল মানা।
জ্যানেটের প্রতিনিধি পিপল সাময়িকীকে বলেন, জ্যানেট ও তার স্বামী ভিসাম আল মানা পৃথিবীতে ছেলে ঈসার আগমন নিয়ে অনেক বেশি রোমাঞ্চিত। জ্যানেট সুস্থভাবে সন্তানের জন্ম দিয়েছে। সে ভালো আছে।
জ্যানেট জ্যাকনের স্বামী ভিসাম আল মানা কাতারের নাগরিক। ৪১ বছর বয়সী কাতারের এই ব্যবসায়ী কাতারভিত্তিক আল মানা গ্রুপের নির্বাহী পরিচালক। ২০১২ সালে ভিসামের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রয়াত সঙ্গীতশিল্পী মাইকেল জ্যাকসনের বোন জেনেট।
বিডি প্রতিদিন/৪ জানুয়ারি, ২০১৭/ফারজানা