ভারতের সঙ্গীতশিল্পী এ আর রহমানকে নিয়ে ফেসবুক পোস্ট দিয়ে এখনো আলোচনায় আসিফ আকবর। এবার ফেসবুকে এবার চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিলেন জনপ্রিয় এ কণ্ঠশিল্পী।
বুধবার ফেসবুকে দেয়া ওই পোস্টে আসিফ জানান চলতি বছরেই সিনেমাটি নির্মাণ করা হবে। সিনেমার নাম 'বাপের দোয়া কি কম দামী'। ছবিটি নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর।
আসিফ ফেসবুকে লিখেছেন, আজ (বুধবার) বাংলা ছবির কিংবদন্তী অভিনেতা মিশা সওদাগর ভাইয়ের শুভ জন্মদিন। ইন্ডাস্ট্রিতে এরকম ভালো মানুষ পাওয়া মুশকিল,পর্দার মিশা ভাই আর বাস্তবের মিশা ভাইয়ের মধ্যে আকাশ পাতাল ব্যবধান, উনার জন্য শ্রদ্ধা ভালবাসা। আর আমিও এক জবানের জমিদার, এ বছর সিনেমা বানাবো, প্রধান কর্তা হিসেবে থাকবেন মিশা ভাই। বাকি কথা পরে হবে। ছবির নাম 'বাপের দোয়া কি কম দামী'!!!
বিডি প্রতিদিন/৪ জানুয়ারি, ২০১৭/ফারজানা