ভারতের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীলকুমার শিণ্ডের নাতির সঙ্গে প্রেম চলছে সাইফ কন্যা সারা আলি খানের। সম্প্রতি এমন কথা রটেছে বলিউডে। এমনকি শোনা যাচ্ছিল, বীর পাহারিয়ার সঙ্গে সারা নাকি স্টেডি রিলেশনশিপে রয়েছেন। বহুবার একান্তে ঘনিষ্ঠভাবে সময় কাটাতে দেখা গেছে তাদের।
যদিও সুশীলকুমার শিণ্ডের নাতি বীর পাহারিয়া সারার বয়ফ্রেন্ড নন। সারা নাকি অন্য কারো সঙ্গেই প্রেম করছেন। কিন্তু সেটা কে! এই কৌতুহলই এখন ঘুরে ফিরে বেড়াচ্ছে বলিউডের বিভিন্ন মহলে। সইফ-অমৃতা কন্যা সারার বর্তমান বয়ফ্রেন্ড আর কেউ নন, তিনি হলে শাহিদ কাপূরের ভাই ইশান খাট্টার। এমনকি পরিচালক নাগরাজ মঞ্জুলের বিখ্যাত মারাঠি সিনেমা সাইরাটের যে হিন্দি রিমেক করতে চলেছেন করণ জোহর সেখানে দেখা যেতে পারে সারা ও ইশানকে। যদিও এর আগে করণ জোহরেরই ধর্মা প্রোডাকশনের নতুন ছবিতে ঋত্বিক রোশনের বিপরীতে বলিউডে এন্ট্রি হতে চলেছে সারার।
বিডি প্রতিদিন/এ মজুমদার