সম্প্রতি ভারতের কলকাতার 'রোজভ্যালি-কাণ্ডে' উঠে এল টলিউডের এক জনপ্রিয় অভিনেত্রীর নাম। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির পর থেকেই জল্পনা শুরু হয়, ওই অভিনেত্রী রোজভ্যালি-কাণ্ডের ৩০০ কোটির মধ্যে ৬৩ কোটি রুপি বিদেশে পাচার করেছিলেন।
গৌতম কুণ্ডুর সঙ্গে সুসম্পর্ক ছিল ওই অভিনেত্রীর। দেশটির সিবিআইয়ের কাছে এ বিষয়ে তথ্য-প্রমাণ আছে। ওই অভিনেত্রীর বিরুদ্ধে যে নথি পাওয়া গেছে, সেখানে দেখা যাচ্ছে- গৌতম কুণ্ডুর ৩০০ কোটি রুপি বিদেশে পাচার করতে চেয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত ওই অভিনেত্রীর মাধ্যমে ৬৩ কোটি রুপি বিদেশে পাচার করতে সক্ষম হন গৌতম কুণ্ডু। ওই অভিনেত্রীর মাধ্যমে সিঙ্গাপুরে এক অনাবাসীর সঙ্গে পরিচয় হয় গৌতম কুণ্ডুর। আর তার মাধ্যমেই কোটি কোটি রুপি পাচার করা হয়।
মূলত ছবি কেনাবেচার মাধ্যমেই ওই অভিনেত্রীর সঙ্গে গৌতম কুণ্ডুর ব্যবসায়িক লেনদেন হয়। তাপস পালের সূত্র ধরেই ওই অভিনেত্রীর সঙ্গে পরিচয় হয়েছিল গৌতম কুণ্ডুর এবং ওই প্রক্রিয়ায় ওই অভিনেত্রীর সঙ্গে নাম উঠে আসছে তাপস পালের স্ত্রী নন্দিনী পালেরও। অভিনেত্রীর সঙ্গে সিঙ্গাপুর, মালয়েশিয়া সফরেও গিয়েছিলেন গৌতম কুণ্ডু। টলিউডের প্রথম সারির ওই অভিনেত্রী বলিউডের কয়েকটি সিনেমা করেছেন বলে জানা যায়। সূত্র: কলকাতা টুয়েন্টিফোর সেভেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার