'ঘুম' নামেে নতুন একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আরিফা পারভীন জামান মৌসুমী। ছবিটি পরিচালনা করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা কাজী হায়াৎ। 'ঘুম' ছবিটি কাজী হায়াতের ৫০তম চলচ্চিত্র। আর এর মাধ্যমে ১৩ বছর পর একসঙ্গে কাজ করতে যাচ্ছেন কাজী হায়াৎ ও মৌসুমী।
'ঘুম' ছবির আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন মারুফ। একজন টোকাই ও একজন শ্রমজীবী নারীর অসম প্রেমের গল্প নিয়ে এগিয়েছে 'ঘুম' ছবির কাহিনী। ছবিটি প্রযোজনা করবে ইমপ্রেস টেলিফিল্ম। ছবির অন্য কলাকুশলীদের নাম খুব শিগগির প্রকাশ করা হবে।
বিডি প্রতিদিন/৫ জানুয়ারি, ২০১৭/ফারজানা