জনপ্রিয় তারকা দম্পতি নিলয় আলমগীর ও আনিকা কবির শখ পবিত্র ওমরাহ পালন করেছেন। গত ৩১ ডিসেম্বর সকালের ফ্লাইটে তারা সৌদি আরবের উদ্দেশে রওনা হন। সঙ্গে আছেন নিলয়ের মা-বাবাও।
মক্কায় উমরাহ পালন শেষে তারা জেদ্দার লোহিত সাগর পাড়ে ঘুরতে যান। এ সময় দু'জনে সেলফি তোলেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ