বলিউডে হুমা কুরেশি আর অক্ষয় কুমারের অভিনয় যে আগুন ধরাবে বড়পর্দায়, তা একরকম প্রত্যাশিতই ছিল। কিন্তু একসঙ্গে অভিনীত তাদের প্রথম ছবি ‘জলি এলএলবি ২’ তে তারা যে নজির দেখালেন তা দেখে রীতিমতো পাগল হয়ে গিয়েছেন তাদের ভক্তরা।
গানের নাম ‘গো পাগল’ বলে নয়! সবার প্রথম চমকটা লেগেছে এই শীতের বিদায় বেলার আগেই হোলির ছবি দেখে। ‘জলি এলএলবি ২’ছবির একটি গান ‘গো পাগল’। সেই গানে রং খেলতে দেখা যাচ্ছে হুমা আর অক্ষয়কে। সেটা দেখেই বেশ চমকে উঠেছেন সবাই। অনেক দিন হয়ে গেল বলিউড থেকে কোনও ভালোমানের হোলির গান তৈরি হয়নি। সেই অভাব এবার ‘জলি এলএলবি ২’ ছবির ‘গো পাগল’ দিয়ে মিটবে বলেই অনুমান করা হচ্ছে।
সেই অনুমান একদমই মিথ্যেও নয়। কেন না সোশ্যাল মিডিয়ায় যেই না গানটা সবার সঙ্গে ভাগ করে নিলেন অক্ষয় কুমার, দেখতে দেখতে বাড়তে লাগল শেয়ারের সংখ্যাও। গানের ভিডিওটা মুক্তির আগে অক্ষয় লিখেছিলেন, “আর ঘণ্টাখানেকের মধ্যেই আমরা পাগল হয়ে যাব! আশা করি আপনাদেরও একই অবস্থা হবে!”
বিডি-প্রতিদিন/ ৬ জানুয়ারি, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-৬