ফের নতুন সম্পর্কে জড়িয়েছেন বলিউড ডিভা ক্যাটরিনা কাইফ। এমনটাই জল্পনা এখন ঘুরপাক খাচ্ছে বলিউডের সব জায়গায়। তবে এবার ক্যাটরিনার সঙ্গে নাম জড়াল আদিত্য রায় কাপুরের।
কয়েকদিন আগেই রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কের ইতি টেনেছেন ক্যাটরিনা। বিচ্ছেদের পরে তিক্ততা এমন জায়গায় পৌঁছেছে যে, নাম উল্লেখ না করেও রণবীর কাপুরকে ‘প্রতারক’ বলতেও ছাড়েননি ক্যাটরিনা কাইফ। এবার নাকি জোর কানাকানি শোনা যাচ্ছে যে, আদিত্যকে জীবনে পেয়ে ক্যাটরিনা নাকি দারুণ খুশি। আদিত্যও নাকি তার নতুন প্রেমিকাকে সবদিক দিয়ে বেশ প্রাধান্য দিচ্ছেন। ক্যাটরিনার কথা মাথায় রেখেই রণবীর কাপুরের পার্টিতে যাননি আদিত্য। তবে প্রেমের কথা সরাসরি স্বীকার করতে রাজি নন আদিত্য।
একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমাকে আর ক্যাটরিনাকে নিয়ে যা রটছে, সেটা খুবই হাস্যকর। ক্যাটরিনা আমার খুব ভাল বন্ধু। আমরা একে অপরকে সম্মান করি। সংবাদমাধ্যম এটা নিয়ে আসলেই বাড়াবাড়ি করছে।’
বিডি-প্রতিদিন/ ৬ জানুয়ারি, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-১৬