ফের আলোচনায় চলে এলেন হিরো আলম। তবে এবার তিনি তার অভিনয় দিয়ে নয়, আলোচনায় এসেছেন গান গেয়ে। ইউটিউবে সেই গানের মিউজিক ভিডিও ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে। ভিডিওতে হিরো আলমকে একটি র্যাপ গান গাইতে দেখা যাচ্ছে।
হিরো আলমের মিউজিক ভিডিওটি বুধবার ইউটিউবে প্রকাশিত হয়েছে। হিরো আলমের গাওয়া এই গানের কথা লিখেছেন আপন দে। সুরও করেছেন আপন নিজেই। আর মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন জাফর ইকবাল গোর্কি। এক্সিকিউটিভ প্রোডিউসার ছিলেন রাশেদ আল মামুন। বাঙ্গাল মিডিয়া ইন্টারন্যাশনাল তাদের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করেছে।
সম্প্রতি একটি পণ্যের বিজ্ঞাপনও করেছেন হিরো আলম। যা বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলোতে প্রায়ই প্রচারিত হয়। তবে এবারই প্রথম গান নিয়ে হাজির হয়েছেন হিরো আলম। কেবল গান নয়, মিউজিক ভিডিওতে তিনি নেচেছেনও।
বিডি-প্রতিদিন/ ৬ জানুয়ারি, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-১৮