আদিত্য রয় কাপুর ও শ্রদ্ধা কাপুরের ছবি 'ওকে জানু' ছবিতে অনেক চুমুর দৃশ্য ও ঘনিষ্ঠ দৃশ্য আছে। সেগুলো নিয়ে সেন্সর বোর্ডের কী প্রতিক্রিয়া হবে, তা নিয়েই চিন্তায় ছিলেন আদিত্য ও শ্রদ্ধা।
বেশি কাটছাঁট করলে ছবির এসেন্স নষ্ট হয়ে যেতে পারে বলে চিন্তায় ছিলেন তারা। কিন্তু, তাদের চিন্তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ওকে জানু ছবিটিকে মাত্র ৪টি কাটের নির্দেশ দেওয়ার পরই ছাড় দিয়ে দেয় সেন্সর বোর্ড। ছবির সমস্ত ঘনিষ্ঠ দৃশ্য ও চুমুর দৃশ্যও ছাড়পত্র পেয়ে গেছে।
এর আগে বেফিকরে ছবিটিও সেন্সর বোর্ডে পাস করে গেছিল। সেই ছবিতেও কোনো চুমুর দৃশ্য ছাঁটা হয়নি। সেই সম্পর্কে যখন পহেলাজ নিহলানিকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি বলেছিলেন- যদি কোনো চুমুর দৃশ্য খারাপভাবে দেখানো না হয়, তাহলে সেগুলো ছেঁটে ফেলার প্রশ্নই আসে না। বিশেষ করে বেফিকরে যুবসমাজের ছবি। ছবিটি সেভাবেই তৈরি করা হয়েছে। যা দেখানো হয়েছে, তা ভুল না। সে কথা প্রযোজক ভালোভাবেই জানিয়ে দিয়েছেন।
১৩ জানুয়ারি রিলিজ করার কথা আছে ওকে জানুর। ছবিটিতে আদিত্য রয় কাপুর ও শ্রদ্ধা কাপুর ছাড়াও অভিনয় করেছেন নাসিরুদ্দিন শাহ। পরিচালক শাদ আলি।
বিডি প্রতিদিন/৬ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম