জনপ্রিয় মডেল ও অভিনয়শিল্পী জান্নাতুল ফেরদৌসি পিয়া। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লাইভ এসেছিলেন। আর সেখানে অনেকটা ক্ষিপ্ত ভঙ্গিতে মানুষের ভদ্রতাজ্ঞান নিয়ে বিভিন্ন কথা বলেছেন এই তারকা।
পিয়ার ভাষ্য, কিছুদিন আগে একটি টেলিভিশন অনুষ্ঠানে সাক্ষাৎকার দিতে গিয়েছিলেন। কিন্তু অনুষ্ঠানটির উপস্থাপক পিয়াকে তুমি বলে সম্বোধন করেন। বিষয়টি মোটেও সহজভাবে নেননি পিয়া। যদিও সেই অনুষ্ঠানে কিছু না বললেও ফেসবুক লাইভে এসে বিষয়টি নিয়ে ভক্তদের সঙ্গে শেয়ার করেন পিয়া। ভক্তদের উদ্দেশ্যে বলেন, ভদ্রতা শিখুন। কারণ এতে বোঝা যাবে আপনি কতটুকু শিক্ষিত এবং কোন পরিবার থেকে আপনি এসেছেন।’
পিয়াকে নিয়ে যাদের মাথাব্যথা সেই সব ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমাকে এত জ্ঞান না দিয়ে আমাকে আনফলো করে দিন। প্রযুক্তির উন্নতির কারণে আপনার হাতে একটি স্মার্ট মোবাইল এসেছে, তার মানে এই নয় যে অন্যের কাজে আপনি সবসময় নাক গলাবেন।
বিডি-প্রতিদিন/০৮ জানুয়ারি, ২০১৬/মাহবুব