ছুটি কাটাতে করণ সিং গ্রোভার ও বিপাশা বসু এখন অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। আর সেখানেই বিপাশার ৩৮তম জন্মদিনের কেক কাটের তারা। পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক ছবিতে দেখা যাচ্ছে, ‘হট’ পোশাকে বিপাশা, কখনও টেবিলে জন্মদিনের কেক, হাতে মকটেল নিয়ে যুগলের আড্ডা। এমনই নানা ব্যক্তিগত মুহূর্তের উত্তাপে এই সপ্তাহের ‘হট ফেভারিট’ বিপাশা–করণের অস্ট্রেলিয়া অভিযান। করণের কেনা ৩৮টি মোমবাতি নিভিয়ে জন্মদিনের কেক কেটেছেন বিপাশা। অস্ট্রেলিয়া সফর নিয়ে একাধিক ছবি ও ভিডিও পোস্ট করেছেন করণ্
একটিতে দেখা যাচ্ছে, ইউনিকর্ন ‘জয় রাইড’–এর কাঁধে চেপে গান গাইছেন করণ্ আর একটি ভিডিও আছে, যেটিতে দেখা যাচ্ছে একটি ছোট্ট কেক, যেটি জন্মদিনে বিপাশাকে উপহার দিয়েছেন করণ। এই ছবি ইনস্টাগ্রামে দিয়ে করণ লিখেছেন, ‘বিশ্বের শ্রেষ্ঠ সুন্দরীকে জন্মদিনের অভিনন্দন। আগামী দিনে তোমার হাসি আরও উজ্জ্বল হোক, আরও জোরে জোরে শোনা যাক তোমার হাসি।
বিডি-প্রতিদিন/০৮ জানুয়ারি, ২০১৬/মাহবুব