সময়টা এখন খুব ভাল যাচ্ছে সুশান্ত সিংহ রাজপুতের। কিছুদিন আগেই ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’-র মাধ্যমে হিট ছবির উপহার দিয়েছেন। আর এখন বলিউডের একের পর এক সুন্দরীর সঙ্গে তার নাম জড়িয়ে পড়ছে।
তবে সুশান্ত নাকি নিজেই জানিয়েছেন, কৃতি শ্যানন সুশান্তের কাছে স্পেশাল। ভারতীয় একটি সংবাদ মাধ্যমের দাবি, তিনি নাকি এক বন্ধুকে বলেছেন, বান্ধবীদের মধ্যে কৃতিকেই সবথেকে বেশি ভালবাসেন তিনি! তাহলে কি বলা যেতে পারে, তাদের মধ্যে প্রেম চলছে? নাকি সুশান্ত এখনও খাতায় কলমে এখনও সিঙ্গল?
সালমান খানের জন্মদিনের পার্টিতে ‘এম এস ধোনি’-র নায়িকা কিয়ারা আডবাণীকে নিয়ে সুশান্তের আদিখ্যেতা অনেকেরই নজরে পড়েছে। ফলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় বোধহয় এখনও আসেনি। তাই না?
বিডি-প্রতিদিন/০৮ জানুয়ারি, ২০১৬/মাহবুব