আগেই বেশ কয়েকজন বলিউড তারকা প্রতিবাদ করেছেন। এবার বর্ষবরণের রাতে ভারতের বেঙ্গালুরুর শ্লীলতাহানির ঘটনায় মুখ খুললেন শাহরুখ খান। তার মতে, বাবা-মায়েদের উচিত ছোট থেকেই মেয়েদের সম্মান করার বোধটা ছেলেদের শেখাতে হবে।
শাহরুখের কথায়, ‘‘ওই ঘটনার পর অন্যান্য সেলেবরা যা বলেছেন, আমারও একই মত। খুব খারাপ ঘটনা। আমাদের অর্থাৎ বাবা-মায়েদের উচিত ছেলেদের শেখানো। খুব ছোট বয়স থেকে যাতে তারা মহিলাদের সম্মান করতে শেখে সে দিকে খেয়াল রাখতে হবে।’’
শাহরুখের মতে, মেয়েরা এই গ্রহের সবচেয়ে সম্মানীয়। তারা বাইরে কাজ করুন, বা ঘরে থাকুন— সব সময়ই সম্মান তাদের প্রাপ্য। মেয়ে হোক বা মা সব মেয়েরাই কিঙ্গ খানের হৃদয় জুড়ে থাকেন। ফলে তাদের অসম্মান কোনও ক্ষেত্রেই মেনে নেওয়া যায় না।
বিডি-প্রতিদিন/০৮ জানুয়ারি, ২০১৬/মাহবুব