প্রতীক্ষার অবসান ঘটিয়ে ৭৪তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের রেড কার্পেটে হেঁটেছেন প্রিয়াঙ্কা চোপড়া। সাবেক এ বিশ্বসুন্দরী এদিন যে পোশাক পরেছিলেন তা এরইমধ্যে গোল্ডেন গ্লোব আসরের সেরা পোশাকের তালিকায় স্থান করে নিয়েছে। তাই তিনিও তকমা পেয়ে গেছেন সেরা পোশাকের সেলিব্রেটি হিসেবে।
আমেরিকার টিভি সিরিজ 'কোয়ান্টিকো'র মাধ্যমে গত বছর সফল হলিউড অভিষেক হয় এ বলিউড সুন্দরীর। এরপর অস্কার, অ্যামিসহ গুরুত্বপূর্ণ সব অ্যাওয়ার্ডের আসরের নিয়মিত মুখ তিনি। যেচে নয়, আমন্ত্রণ পাওয়ার পরই এসব অনুষ্ঠানে নিজের চেহারা দেখিয়েছেন প্রিয়াঙ্কা। এবারের গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের আসরে টিমোথি ওলিফ্যান্ড ও জাস্টিন থ্যারক্সের পাশাপাশি উপস্থাপনাও করতে দেখা যাবে তাকে। এর আগে অস্কারে উপস্থাপনার দায়িত্ব সফলভাবে পালন করেছেন প্রিয়াঙ্কা চোপড়া।
বিডি প্রতিদিন/৯ জানুয়ারি, ২০১৭/ফারজানা