রবি চোপড়ার পরিচালনায় ২০০৩ সালে মুক্তি পেয়েছিল হিট ছবি ‘বাগবান’। কিন্তু অনেকেই জানেন না, সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল ২০ বছর আগে। কারণ রবির বাবা পরিচালক বি আর চোপড়ার কাছে সিনেমাটির মূল চরিত্রে অভিনয়ের জন্য প্রথম পছন্দ ছিলেন দিলীপ কুমার। কিন্তু বিপরীতে পছন্দ মতো অভিনেত্রী না থাকায় সিনেমাটি করতে চাননি তিনি। এমনটাই জানিয়েছেন উপন্যাসটির রচয়িতা অচলা নাগর।
২০ বছর পর ছবির চিত্রনাট্যটি বি আর চোপড়া তুলে দেন ছেলের হাতে। এরপরে রবি চোপড়া অমিতাভ এবং হেমা মালিনীকে নিয়ে ছবিটি তৈরি করেন। কিন্তু কেন দিলীপ কুমারের অন্য অভিনেত্রীদের পছন্দ হয়নি?
অচলা নাগর বলেন, ‘বি আর চোপড়া চিত্রনাট্যটি নিয়ে দিলীপ কুমারের কাছে গিয়েছিলেন। কিন্তু ততদিনে তৎকালীন তারকা অভিনেত্রী নার্গিস এবং মীনা কুমারী মারা গেছেন। আবার আরেক অভিনেত্রী রাখি অভিনয় করা বন্ধ করে দিয়েছিলেন। এজন্য দিলীপ কুমার মনে করেন, অন্যান্য অভিনেত্রীদের মধ্যে আর কেউ তার বিপরীতে এই চরিত্রে কাজ করতে পারবেন না।’ শেষ পর্যন্ত সিনেমাটি আর তৈরি করতে পারেননি বি আর চোপড়া।
বিডি-প্রতিদিন/০৯ জানুয়ারি, ২০১৭/মাহবুব