ঢালিউডের অভিনয়শিল্পীরা এখন নিয়মিত ছোটপর্দায় কাজ করছেন। তাদের একজন আমিন খান। গত বছর তার 'এক জবানের জমিদার হেরে গেলেন এইবার' ছবিটি মুক্তি পায়। কিন্তু দর্শকদের মাঝে ছবিটি তেমন একটা সাড়া জাগাতে পারেনি।
এবার 'তোমার আমার গল্প' নামের একটি নাটকে অভিনয় করলেন আমিন খান। এতে তার বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করেছেন ছোটপর্দায় নিয়মিত মুখ মুমতাহিনা টয়া। কিছুদিন আগে স্বল্পদৈর্ঘ্যের ছবি 'বখাটে' তে অভিনয় করে আলোচনায় আসেন টয়া। বর্তমানে তার একাধিক নাটক প্রচার হচ্ছে বিভিন্ন চ্যানেলে।
আমিন খান-টয়ার 'তোমার আমার গল্প' নাটকটির শ্যুটিং সম্পন্ন হয়েছে। এটি পরিচালনা করেছেন মেহেদী হাসান। ভালোবাসা দিবসে নাটকটি প্রচার করা হবে।
বিডি প্রতিদিন/৯ জানুয়ারি, ২০১৭/ফারজানা