নিজের প্রথম ছবি ‘স্লামডগ মিলিয়নেয়ার’ মাধ্যমে বেশ পরিচিতি পেয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ অভিনেতা দেব প্যাটেল। কিন্তু হলিউডে নিজের জায়গা শক্ত করতে এরপরও অনেক লড়াই করতে হয়েছে তাকে। অবশেষে ‘লায়ন’ ছবিতে অভিনয়ের মাধ্যমে তিনি পেলেন পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা গোল্ডেন গ্লোব মনোনয়ন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে দেব প্যাটেল বলেন, “এই সিনেমা (লায়ন) মানুষের সামনে আমার প্রতিভাকে তুলে ধরেছে। ‘স্লামডগ মিলিয়নেয়ার’-এর পর আমার ভাল কাজ পেতে খুবই অসুবিধা হচ্ছিল। আপনাদের মনে হতে পারে এটা সহজ, কিন্তু আদতে এটি খুবই কঠিন এক লড়াই।”
দেব আরও বলেন, “এরপরও আমি কঠিন পরিশ্রম করে গেছি এবং গত কয়েক বছর ধরে অনেক ধৈর্য ধরেছি। আর তাই, যখন এরকম একটি চরিত্রে অভিনয়ের সুযোগ এলো, একে সঠিকভাবে তুলে ধরার জন্য আমি আমার সবটুকু দিয়ে লেগে গেলাম। যখন এই পরিশ্রমের মূল্য দিচ্ছে সবাই, সত্যিই খুব ভালো লাগছে।”
‘লায়ন’ ছবিতে দেব 'সারু' নামের একটি জন্মসূত্রে ভারতীয় তরুণের চরিত্রে অভিনয় করেছেন। যে দেশে ফিরে আসে শেকড় সন্ধানের যাত্রায়। এই ছবিতে তার পালক-মায়ের ভূমিকায় অভিনয় করে গোল্ডেন গ্লোব মনোনয়ন পেয়েছেন নিকোল কিডম্যানও।
আট মাস ধরে এরকম একটি চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা সত্যি সত্যিই ভারতে নিজের শেকড়কে খুঁজে পেতে সক্ষম হয়েছেন তিনি। এ প্রসঙ্গে এই অভিনেতা জানালেন, “আমার চেনা জগৎ থেকে নিজেকে একেবারে বিচ্ছিন্ন করে ফেলেছিলাম। ট্রেনে করে গোটা ভারত ঘুরেছি, একের পর এক এতিমখানায় গিয়েছি, নতুন অনেক অসাধারণ মানুষের সঙ্গে পরিচয় হয়েছে। এটা সত্যিই মানুষ হিসেবে আমাকে বদলে দিয়েছে।”
বিডি-প্রতিদিন/ ৯ ডিসেম্বর, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-১