মার্কিন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামার সম্মানে হোয়াইট হাউজে একটি পার্টির আয়োজন করা হয়েছিল। শুক্রবারের সেই পার্টিতে ওবামাকে বিদায় জানাতে হাজির হয়েছিলেন অনেক হলিউড তারকারা।
হলিউড রিপোর্টার বলছে, তারকাখচিত ওই পার্টিতে অংশ নেন রবার্ট ডি নিরো, মেরিল স্ট্রিপ এবং টম হ্যাঙ্কস-এর মতো তারকারা। সেই সঙ্গে ব্র্যাডলি কুপার, মেরিল স্ট্রিপ, লেনা ডানহ্যাম, জন হ্যাম এবং জেইসন সুডেইকিসদের মত তারকারাও পার্টিতে অংশ নেন।
ফোন ব্যবহারের অনুমতি না থাকলেও সেই দিন অনেক তারকারই টুইটার এবং ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে ওবামার বিদায়ী পার্টির খবর জানা যায়।
আগামী ২০ জানুয়ারি থেকে হোয়াইট হাউজের দখল চলে যাবে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর প্রসাশনের হাতে। জানা গেছে, ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন হলিউডের প্রথম সারির তারকারা।
বিডি-প্রতিদিন/ ৯ ডিসেম্বর, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-১০