মাত্র ২০দিন বয়সে সেলিব্রিটি তকমা পেয়েছে সাইফ আলি খান এবং করিনা কাপুরের ছেলে তৈমুর আলি খান। এক দিকে খান অন্য দিকে কাপুর বংশের গরিমা তো রয়েছে। কিন্তু ‘তৈমুর’ নামের কারণেই জন্ম থেকেই সে শিরোনামে।
তৈমুরের ভুয়া ছবিতে বেশ কয়েকদিন সরগরম ছিল সোশ্যাল মিডিয়া। কিন্তু হাসপাতাল থেকে বাড়িতে ফেরার পর তৈমুরকে কোলে নিয়ে বারান্দায় দাঁড়িয়ে ইতিমধ্যেই পোজ দিয়েছেন সাইফ-করিনা। পাপারাজ্জিরা বহু চেষ্টা করেও তৈমুরের ক্লোজ কোন ছবি তুলতে পারেননি। এ বার তৈমুরের ক্লোজ ছবি প্রকাশ্যে নিয়ে এলেন খোদ সাইফ।
না আসল ছবি নয়। এ ছবি পেন্সিলে আঁকা। উপহার দিয়েছেন কোন এক ভক্ত। সাইফও সেই স্কেচ হাতে পোজ দিলেন। আর ফ্রেমবন্দি করে সেই ছবি সোশ্যাল ওয়ার্ল্ডে শেয়ার করলে সোহা আলি খান।