'পাপা চিক চিক' নামে নায়লা নাঈমের নতুন একটি মিউজিক ভিডিও ইউটিউবে প্রকাশ পেয়েছে। মিউজিক ভিডিওতে গান গেয়েছেন এইচএম রানা। জানা যায়, গত ২৬-২৭ ডিসেম্বর রাজধানীতেই মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে।
রাজধানীর সোনারগাঁও রোডে লেজার ভিশনের অফিসে গতকাল অনানুষ্ঠানিভাবে মিউজিক ভিডিওটি ইউটিউবে ছাড়া হয়। এ সময় উপস্থিত ছিলেন গানের মডেল নায়লা নাঈম, গায়ক রানা, মিউজিক ভিডিওর ডিরেক্টর আশিকসহ সংগীত সংশ্লিষ্ট অনেকে।
বিডি প্রতিদিন/এ মজুমদার