ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা, প্রযোজক ও পরিচালক মাসুদ পারভেজ সোহেল রানার গলায় অস্ত্রোপচার সফল হয়েছে। এখন তিনি রাজধানীর অ্যাপোলো হাসপাতালে সুস্থ অবস্থায় রয়েছেন।
এর আগে গলায় সমস্যার কারণে গত শনিবার (৭ জানুয়ারি) রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরদিন রবিবার তার গলায় অস্ত্রোপচার করা। কয়েকমাস ধরেই তিনি গলার সমস্যায় ভুগছিলেন।
বিষয়টি নিশ্চিত করে পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, তার সফল অস্ত্রোপচার হয়েছে। তিনি এখন সুস্থ আছেন। তবে কবে নাগাদ সোহেল রানা বাসায় ফিরতে পারবেন তা জানা যায়নি।
এ প্রসঙ্গে সোহেল রানার ছোট ভাই চিত্রনায়ক রুবেল বলেন, রবিবার দুপুর ২টার দিকে ভাইয়ার সফল অস্ত্রোপচার হয়েছে। তিনি এখন ভালো আছেন, আগের মতো কথাও বলতে পারছেন। ভাইয়া কবে বাসায় ফিরবেন তা এখনো ডাক্তার জানাননি। আশা করছি খুব শিগগিরই বাসায় ফিরতে পারবেন।
সোমবার মিশা সওদাগর ও জায়েদ খানসহ অারও অনেককেই সোহেল রানাকে দেখতে গিয়েছিলেন। তারাও জানান, সোহেল রানা এখন অনেকটায় সুস্থ আছেন।
সোহেল রানা সর্বশেষ এস এ হক অলিকের ‘আরো ভালোবাসবো তোমায়’ শিরোনামের সিনেমায় অভিনয় করেন। এটি ২০১৫ সালে মুক্তি পায়।
বিডি প্রতিদিন/১০ জানুয়ারি ২০১৭/হিমেল